Ajker Patrika

জিতেও শিরোপা হাতছাড়া নেইমারদের

আপডেট : ২৪ মে ২০২১, ১৯: ৪২
জিতেও শিরোপা হাতছাড়া নেইমারদের

ঢাকা: এই তো ১৯ মে কিলিয়ান এমবাপ্পের গোলে মোনাকোকে ২-০ গোলে হারিয়ে টানা দুটি ফরাসি কাপ জিতেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তখন এমবাপ্পে নিজেকে বড় সুখী মানুষ বলে দাবি করেছিলেন। কাল সেই আত্মবিশ্বাস নিয়ে ফ্রান্সিস-লে ব্লেতে ব্রেস্তের বিপক্ষে ২-০ গোলে জিতেছে নেইমাররা। এ ম্যাচেও গোল করেছেন এমবাপ্পে।

কিন্তু ভাগ্য এবার তাঁর দিকে হাসেনি। রেমন্ড কোপা স্টেডিয়ামে অঁজেকে ২-১ গোলে হারিয়ে নেইমারদের টানা চতুর্থ লিগ ওয়ান শিরোপা জয়ে বাঁধ সেধেছে লিল।

কাল পিএসজির চেয়ে ১ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে থেকে অঁজের বিপক্ষে খেলতে নামে লিল। পিএসজির খেলা লিলের জন্য তেমন কোনো প্রভাব ফেলেনি ঠিকই। তবে লিলকে খেয়াল রাখতে হতো যেন নিজেরা না হেরে যায়। কাল এসব সমীকরণ যেন লিলের হয়েই কথা বলেছে! অঁজেকে ২-১ গোলে হারিয়ে ১০ বছর পর নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে লিল।

ফ্রান্সিস লা-ব্লেতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে পিএসজি। একের পর এক আক্রমণ করলেও তা লক্ষ্যভেদ করতে পারছিল না। এরই মধ্যে ১৮ মিনিটে অন্যরকম ‘চমক’ দেখিয়েছেন নেইমার। পেনাল্টিতে পাওয়া সুযোগ গোলপোস্টের বাইরে শট করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবার স্বাগতিকেরা ‘উপকার’ করেই দিল সফরকারীদের। ৩৭ মিনিটে ব্রেস্ত মিডফিল্ডার রমাঁ ফেভ্রর আত্মঘাতী গোলে প্রথম গোল পায় মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। এতে রীতিমতো হাঁপিয়ে উঠছিলেন ব্রেস্ত খেলোয়াড়েরা। ৭১ মিনিটে স্বাগতিকদের রক্ষণভাগকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। ২-০ গোলে জিতলেও লিগ ওয়ান শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি তাঁদের।

শিরোপা হাতছাড়ার দুঃখেও একটা দিক থেকে ‘সান্ত্বনা’ খুঁজতে পারেন এমবাপ্পে। ২৭ গোল করে গোল্ডেন বুট উঠেছে তাঁর পায়েই। এ নিয়ে হ্যাটট্রিক গোল্ডেন বুট জিতেছেন ফরাসি তারকা স্ট্রাইকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত