উল্লাপাড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার ফেরদৌস হাসান বলেন, মালবাহী ট্রেনের দুটি বগি চারটি লাইনের প্রথমস্থল থেকে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের সবগুলো ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগকে জানানো হয়েছে। বগি উদ্ধার হলেই যোগাযোগ সচল হবে।’