সিরাজগঞ্জ প্রতিনিধি
ঈদুল আজহার গরুর হাটকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বসতঘরে তৈরি হচ্ছিল জাল টাকা। খবর পেয়ে গতকাল বুধবার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রাম থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চার লাখ ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সামিউল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তি হলেন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামের ফরিদুল ইসলাম (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার সামিউল জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি চক্র অনেক দিন ধরে জাল টাকা তৈরি করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছে। চক্রটি সাধারণ মানুষকে প্রতারিত করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এই খবরে গতকাল রাতে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় জাল টাকা তৈরি চক্রের সদস্য ফরিদুলকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বসতবাড়ি থেকে জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ চার লাখ ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল জাল টাকা তৈরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সামিউল। তিনি বলেন, ‘প্রায় দেড় বছর ধরে নিজের বসতবাড়িতে তৈরি করা জাল টাকা সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এজেন্টের মাধ্যমে সরবরাহ করতেন ফরিদুল। বিশেষ করে ঈদুল-আজহা উপলক্ষে গরুর হাটকে কেন্দ্র করে দুই কোটি জাল টাকা তৈরির পরিকল্পনা ছিল তাঁর। ফরিদুলের বিরুদ্ধে আজ সকালে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
ঈদুল আজহার গরুর হাটকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বসতঘরে তৈরি হচ্ছিল জাল টাকা। খবর পেয়ে গতকাল বুধবার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রাম থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চার লাখ ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সামিউল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তি হলেন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামের ফরিদুল ইসলাম (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার সামিউল জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি চক্র অনেক দিন ধরে জাল টাকা তৈরি করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছে। চক্রটি সাধারণ মানুষকে প্রতারিত করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এই খবরে গতকাল রাতে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় জাল টাকা তৈরি চক্রের সদস্য ফরিদুলকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বসতবাড়ি থেকে জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ চার লাখ ৫৬ হাজার জাল টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল জাল টাকা তৈরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সামিউল। তিনি বলেন, ‘প্রায় দেড় বছর ধরে নিজের বসতবাড়িতে তৈরি করা জাল টাকা সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এজেন্টের মাধ্যমে সরবরাহ করতেন ফরিদুল। বিশেষ করে ঈদুল-আজহা উপলক্ষে গরুর হাটকে কেন্দ্র করে দুই কোটি জাল টাকা তৈরির পরিকল্পনা ছিল তাঁর। ফরিদুলের বিরুদ্ধে আজ সকালে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীর খানুরবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন।
৭ মিনিট আগেফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে তারা।
২৬ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেদেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন
১ ঘণ্টা আগে