উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছে রেল কর্তৃপক্ষ। এদিকে বগি লাইনচ্যুত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঢাকা, রাজশাহী, খুলনাসহ উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের যাত্রীরা।
বগি লাইনচ্যুতিতে উল্লাপাড়া মোহনপুর স্টেশনে আটক পড়েছে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস। ঢাকা থেকে ছাড়া পঞ্চগড়গামী একতা আটকা পড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারে।
একতা এক্সপ্রেসে উল্লাপাড়া অপেক্ষায় থাকা যাত্রী কনক হোসেন বলেন, ‘অনেক গরম। এর মধ্যে আমি অসুস্থ। এমন ঘটনায় এখন ভোগান্তির শেষ নেই। কখন যেতে পারব এর সঠিক সময়ও কেউ বলতে পারছে না।’
অন্য এক যাত্রী সোনিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা যাওয়ার জন্য স্টেশনে দীর্ঘ সময় ধরে বসে আছি। প্রচণ্ড গরমে জীবন শেষ। এই গরমে অপেক্ষা করতে থাকলে সবাই অসুস্থ হয়ে পড়ব।’
উল্লাপাড়া স্টেশন থেকে ১০০ গজ দূরে শুক্রবার দুপুর দেড়টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।
উল্লাপাড়া রেলস্টেশন পয়েন্টম্যান লিমন হোসেন জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউলে বড় বিপর্যয় ঘটবে। মৈত্রী এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল দুপুর ১টা ২০ মিনিট। সেটি এখনো এখনো মোহনপুর স্টেশনে আটকে আছে।
একতা এক্সপ্রেসের ১টা ২০ মিনিটে উল্লাপাড়া ছেড়ে যাওয়ার কথা ছিল। সেটিও আটকা পড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে। দুই ট্রেনের যাত্রীরাই চরম দুর্ভোগে পড়েছেন। শুধু এই ট্রেন দুটি নয়, আরও কয়েকটি ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়বে বলে জানান রেলস্টেশন পয়েন্টম্যান লিমন হোসেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছে রেল কর্তৃপক্ষ। এদিকে বগি লাইনচ্যুত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঢাকা, রাজশাহী, খুলনাসহ উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের যাত্রীরা।
বগি লাইনচ্যুতিতে উল্লাপাড়া মোহনপুর স্টেশনে আটক পড়েছে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস। ঢাকা থেকে ছাড়া পঞ্চগড়গামী একতা আটকা পড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারে।
একতা এক্সপ্রেসে উল্লাপাড়া অপেক্ষায় থাকা যাত্রী কনক হোসেন বলেন, ‘অনেক গরম। এর মধ্যে আমি অসুস্থ। এমন ঘটনায় এখন ভোগান্তির শেষ নেই। কখন যেতে পারব এর সঠিক সময়ও কেউ বলতে পারছে না।’
অন্য এক যাত্রী সোনিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা যাওয়ার জন্য স্টেশনে দীর্ঘ সময় ধরে বসে আছি। প্রচণ্ড গরমে জীবন শেষ। এই গরমে অপেক্ষা করতে থাকলে সবাই অসুস্থ হয়ে পড়ব।’
উল্লাপাড়া স্টেশন থেকে ১০০ গজ দূরে শুক্রবার দুপুর দেড়টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।
উল্লাপাড়া রেলস্টেশন পয়েন্টম্যান লিমন হোসেন জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউলে বড় বিপর্যয় ঘটবে। মৈত্রী এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল দুপুর ১টা ২০ মিনিট। সেটি এখনো এখনো মোহনপুর স্টেশনে আটকে আছে।
একতা এক্সপ্রেসের ১টা ২০ মিনিটে উল্লাপাড়া ছেড়ে যাওয়ার কথা ছিল। সেটিও আটকা পড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে। দুই ট্রেনের যাত্রীরাই চরম দুর্ভোগে পড়েছেন। শুধু এই ট্রেন দুটি নয়, আরও কয়েকটি ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়বে বলে জানান রেলস্টেশন পয়েন্টম্যান লিমন হোসেন।
বরেন্দ্র অঞ্চলে দিন দিন পানিসংকট বাড়ছেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২৭টি ইউনিয়ন অতি সংকটাপন্ন এলাকা হয়ে পড়েছে। এ সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। প্রশিক্ষণ দরকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের।
৪ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে
১৭ মিনিট আগেকোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
২৭ মিনিট আগেবছর তিনেক আগে মাছ ধরার সময় প্রায় ১২ থেকে ১৪ কেজির ওজনের একটি রুই মাছ তাঁর কান বরাবর আঘাত করে। এরপর পুকুরে পানিতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। প্রচণ্ড আঘাতে কবিরুল এখন কানে কম শোনেন। এর পর থেকে কবিরুল ক্রিকেট হেলমেট ছাড়া পুকুরে নামেন না।
৩৩ মিনিট আগে