জন্ম, মৃত্যু ও বিয়েতে ছবি প্রিন্ট করা চালের প্যাকেট পাঠাচ্ছেন জাপানিরা
করোনার মাঝে আত্মার সম্পর্কের দূরত্ব ঘোচাতে অভিনব এক রীতি চালু করেছে জাপান। এর নাম 'রাইস বেবি'।' রাইস বেবি' রীতিতে আত্মীয়দের মধ্যে কারও জন্ম, মৃত্যু বা বিয়ে হলে বাসায় চালের প্যাকেট পাঠানো হয়। প্যাকেটে প্রিন্ট করা থাকে ওই ব্যক্তির ছবি।