উপজেলা পরিষদ নির্বাচন: প্রার্থিতা নিয়ে কঠোর অবস্থানে বিএনপি
আওয়ামী লীগ সরকারের অধীনে ভোটে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিএনপি সংসদের পর উপজেলা নির্বাচনও বর্জন করেছে। শুধু তা-ই নয়, দলের কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হোক, তা-ও চায় না দলটি। দলীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।