Ajker Patrika

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৬: ৩৬
Thumbnail image

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ মঙ্গলবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বহিষ্কৃত নেতারা হলেন ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি সাবিরা বেগম, সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিরুল ইসলাম আজহার, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল মজিদ এবং যুবদলের সদস্য সাইফুর রহমান। বহিষ্কৃত এই চার নেতাই প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় এই চার নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ নিয়ে গত কয়েক দিনে একই কারণে মোট ৮১ জনকে বহিষ্কার করল বিএনপি। 

তবে এদের মধ্যে একজন ভুল স্বীকার করে নির্বাচন থেকে সরে আসায়, তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত