রূপপুর বিদ্যুৎকেন্দ্রের গাড়িচালক সম্রাট হত্যার ঘটনায় মামলা, খোঁজ মেলেনি বন্ধু মমিনের
আটক মমিনের স্ত্রী সীমা খাতুন পুলিশকে বলেছেন, ‘বৃহস্পতিবার বিকেলে সম্রাট আমার বাসায় আসে। আমাকে বলে তার মাথা ধরেছে, বলেই বিছানায় শুয়ে পড়ে। আমার স্বামী মমিন ওষুধ আনতে গেলে সম্রাট আমার শরীরে হাত দেয়। আমি রাগে ও ক্ষোভে হাতুড়ি দিয়ে মাথায় ও গোপানাঙ্গে আঘাত করলে সে মারা যায়। পরে আমার স্বামী বাসায় ফিরলে মরদে