Ajker Patrika

ঈশ্বরদীতে নিজ বাড়িতে বৃদ্ধা খুনের ঘটনায় মামলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে নিজ বাড়িতে বৃদ্ধা খুনের ঘটনায় মামলা

পাবনার ঈশ্বরদীতে প্রয়াত কলেজশিক্ষকের স্ত্রী হাজেরা খাতুন (৭৫) খুনের ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের ছেলে শিবা আল রাজ্জাক বাদী হয়ে আজ বুধবার মামলাটি করেন।

হাজেরা খাতুনের বাড়ি উপজেলার পাকশীর বাঘইলে গোলাবাড়ি এলাকায়। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ হাবীবুল্লাহর স্ত্রী ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুলের বড় বোন। গত সোমবার রাতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান বাসির। তিনি বলেন, লিখিত এজাহার হাতে পাওয়ার পর আজ বুধবার সকালেই থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার আসামিরা অজ্ঞাতপরিচয়। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এক প্রশ্নের জবাবে আজকের পত্রিকাকে হাসান বাসির বলেন, ‘আমি নিজেই মামলাটির তদন্তকারী কর্মকর্তা। পাবনার পুলিশ সুপার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। আশা করছি, শিগগিরই আসামি গ্রেপ্তার করা সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত