ঈদে নষ্ট গাড়ি চালানোর প্রস্তুতি
নীলফামারীর সৈয়দপুর থেকে আন্তজেলাসহ বিভিন্ন রুটে ফিটনেসবিহীন, লক্কড়-ঝক্কড় বাস-মিনিবাস ওয়ার্কশপে রং-চং করে সড়কে চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। যাত্রীরা বলছেন, এসব বাস-মিনিবাসের ফলে যাত্রায় ভোগান্তিতে পড়তে হয়। সঙ্গে দুর্ঘটনা, প্রাণহানি—এসবের ঝুঁকি তো রয়েছেই।