Ajker Patrika

যাত্রীদের নিরাপত্তায় দূরপাল্লার বাসে বসছে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় দূরপাল্লার বাসে ডাকাতি-ছিনতাইসহ নারী যাত্রী হেনস্তা বন্ধে সিসি ক্যামেরা স্থাপনের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ রোববার (২৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নির্দেশনার বিষয়ে বাস মালিক এবং সমিতিসহ জেলা শাখার অন্তর্ভুক্ত কোম্পানিদের চিঠি দেওয়া হয়েছে। এর আগে এসব বিষয়ে ব্যবস্থা নিতে মালিক সমিতিকে গত ৮ এপ্রিল চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দূরপাল্লার বাসে ছিনতাই হচ্ছে। নারী যাত্রীরা লাঞ্ছনার শিকার হচ্ছেন এবং দুর্ঘটনার বেড়েছে। এসব সমস্যা প্রতিরোধে প্রতিটি দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এবং আগামী ১ জুনের মধ্যে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট বাস মালিকদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত