আগুন নেভাবে স্মার্ট হোম প্রযুক্তি
ইলন মাস্ক তাঁর প্রতিষ্ঠান টেসলার নামকরণ করেছিলেন যাঁর নামে, তিনি ছিলেন একজন খ্যাপা বিজ্ঞানী ও উদ্ভাবক। পুরো নাম নিকোলা টেসলা। সেই খ্যাপা মানুষটি প্রায় সোয়া শ বছর আগে আপনার-আমার জীবন সহজ করার জন্য হোম সিস্টেমের ধারণা দিয়েছিলেন। ধরুন, আপনি বাড়িতে নেই, কিন্তু এসি চলছে; আপনি অফিসে বসে সেটা বন্ধ করলেন।