অনাস্থা ভোটের আগে আরেক সহযোগী হারালেন ইমরান খান
অনাস্থা ভোটের আগে আরেক সহযোগী হারালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার পাকিস্তান সরকার থেকে বের হয়ে গেলেন দেশটির জামহুরি ওয়াতান পার্টির প্রধান শাহজাইন বুগতি। বের হওয়ার আগে তিনি জানিয়েছেন, অনাস্থা ভোটে ইমরান খানের বিপক্ষে ভোট দেবেন তিনি।