ইমরান খানকে বহনকারী গাড়ির ধাক্কায় নারী সাংবাদিক নিহত
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহত সাংবাদিকের নাম সাদাফ নাইম (৪০)। তিনি দেশটির চ্যানেল ফাইভ নামে একটি টিভি স্টেশনের হয়ে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, সাদাফ সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য নিতে তাঁকে বহনকারী ট্রাকে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় গাড়িটির ধাক্কায় মৃত্যু হয় তাঁর।