Ajker Patrika

ইসলামাবাদের উদ্দেশে ‘হাকিকি আজাদি’ মার্চ শুরু ২৮ অক্টোবর: ইমরান

ইসলামাবাদের উদ্দেশে ‘হাকিকি আজাদি’ মার্চ শুরু ২৮ অক্টোবর: ইমরান

ইসলামাবাদের উদ্দেশে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) লংমার্চ ‘হাকিকি আজাদি’—শুরু হবে আগামী ২৮ অক্টোবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ওই পিটিআই চেয়ারম্যান ইমরান খান স্থানীয় আজ মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে ইমরান খান এই ঘোষণা দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

লাহোরের সংবাদ সম্মেলনে দলীয় শীর্ষ নেতাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে ইমরান খান ঘোষণা দেন, লাহোরের লিবার্টি চক থেকে শুরু হয়ে শেষ হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ইমরান খান জানান, ২৮ অক্টোবর বেলা ১১টায় শুরু হওয়া লংমার্চে ইমরান খান নিজে নেতৃত্ব দেবেন বলেও ঘোষণা দেন।

ইমরান খান বলেন, ‘এটিই আমাদের হাকিকি আজাদির লক্ষ্যে অগ্রযাত্রা এবং এই যাত্রার কোনো সময়সীমা নেই। আমরা লাহোরের জিটি রোড থেকে ইসলামাবাদে পৌঁছাব এবং সারা পাকিস্তান থেকে লোকজন আমাদের কাছে যোগ দেবে।’ তিনি আরও বলেন, ‘আমি ভবিষ্যদ্বাণী করছি, এই মার্চ দেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমুদ্রে পরিণত হবে।’

সংবাদ সম্মেলনে ইমরান আরও বলেন, এই লং মার্চ রাজনীতি নয় বরং এই লংমার্চ ‘পাকিস্তানের ভবিষ্যতের জন্য যুদ্ধ’। তিনি বলেন, ‘এটি রাজনীতির বাইরের একটি বিষয়। তবে এটি আমাদের ওপর যে চোরদের চাপিয়ে দেওয়া হয়েছে তাদের থেকে থেকে মুক্তির যুদ্ধ। এই যুদ্ধই ঠিক করবে দেশ কোথায় যাবে।’

এ সময় লংমার্চের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ইমরান খান বলেন, ‘আমি একটা কথা বলতে চাই, আগামী দিনে কারা দেশ চালাবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের কাছেই থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই জনগণ সিদ্ধান্ত নেবে। আজ আমি সমগ্র জাতির কাছে আবেদন করছি যে, আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে আমরা কি স্বাধীন দেশ হওয়ার পথে এগোতে চাই নাকি এই চোরদের সেবা করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত