এই রমজানে জমকালো ইফতারি নিয়ে এল হোটেল সারিনার বুফে
রমজান, মুসলমানদের জন্য পবিত্র মাস, যা ইবাদত ও আত্মশুদ্ধির সময়। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর নিয়ম মেনে রোজা পালন করা হয়। প্রতিদিনের শেষে, রোজাদারেরা ইফতারি দিয়ে তাঁদের রোজা ভঙ্গ করেন। রমজানের এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে, হোটেল সারিনা ঢাকা আপনাকে সেরা ইফতারের