আমি সাধারণত পারফিউম ব্যবহার করি না, টাটাকে চিঠিতে বলেছিলেন ইন্দিরা
১৯৮৬ সালে ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাত্কারে জেআরডি টাটা বলেছিলেন, ‘ইন্দিরা গান্ধী যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান না তখন তিনি ডুডলিং (অসতর্কভাবে লেখালেখি বা আঁকাআঁকি) শুরু করতেন। হ্যাঁ, তিনি ডুডল করতেন। আমি এতে খুব একটা কিছু মনে করতাম না। তিনি তখন খাম হাতে নিতেন, এরপর এক এক করে মুখ খুলে চিঠি