Ajker Patrika

কংগ্রেসের সঙ্গে উত্তর প্রদেশের নির্বাচনে অগ্নিপরীক্ষায় প্রিয়াঙ্কাও

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৯: ২৮
কংগ্রেসের সঙ্গে উত্তর প্রদেশের নির্বাচনে অগ্নিপরীক্ষায় প্রিয়াঙ্কাও

ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর চলনে বলনে অনেক মিল। তাঁর মধ্যে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছায়াও দেখতে পান অনেক কংগ্রেস সমর্থক। তিনি আর কেউ নন, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। নিন্দুকেরা অবশ্য তাঁকে ‘মাকাল ফল’ বলে থাকেন। আর রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, ভারতের উত্তর প্রদেশের (ইউপি) বিধানসভা নির্বাচনের ফলের ওপরই নির্ভর করছে প্রিয়াঙ্কার রাজনৈতিক ইমেজ। ফলে কংগ্রেসের পাশাপাশি উত্তর প্রদেশে দাগ কাটা এখন প্রিয়াঙ্কার জন্যও বড় চ্যালেঞ্জ।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ভারতের পাঁচ রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এর মধ্যে উত্তর প্রদেশ ঘিরেই জল্পনা-কল্পনা বেশি। একসময় নিজেদের শক্ত ঘাঁটি উত্তর প্রদেশে কংগ্রেস এখন কাগজে-কলমে চার নম্বর দল। তবু ইউপিতে সমানে প্রচার চালিয়ে যাচ্ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা।

জাতপাতের রাজনীতির জন্য আলোচনায় থাকা এ রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দুই সাবেক মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টির মায়াবতীর বিরুদ্ধে প্রিয়াঙ্কার ‘অস্ত্র’ নারী উন্নয়ন ও যুবকদের কর্মসংস্থান।

গতবার অখিলেশের সঙ্গে জোট করে সুবিধা করতে পারেনি কংগ্রেস। লোকসভা ভোটে ইউপি থেকে হেরেছেন রাহুল গান্ধী। কংগ্রেসের একঝাঁক নেতা যোগ দিয়েছেন বিপক্ষ শিবিরে। তবু হাল ছাড়ছেন না প্রিয়াঙ্কা। নতুনদের সঙ্গে নিয়ে তাঁর লড়াইয়ে লাভ কী হবে, সেটা জানা যাবে আগামী ১০ মার্চ ভোটের ফল প্রকাশের পর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত