পর্যটনে নজর চীনের, বিনা ভিসায় ভ্রমণের সুযোগ
চীন ভ্রমণের জন্য বিশ্বের ছয়টি দেশের নাগরিকদের আর ভিসার প্রয়োজন হবে না। ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশে ভ্রমণের জন্য কোনো ভিসা লাগবে না। কোভিড মহামারির পর পর্যটন খাতে গতি আনতে এ সিদ্ধান্ত নিয়েছে চীন।