মার্কিন সহায়তা ইউক্রেনেরই ক্ষতি করবে, বাড়াবে প্রাণহানি: ক্রেমলিন
মার্কিন কংগ্রেসে ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ান সহায়তা বিলের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা–সমালোচনা। গতকাল শনিবার এই অনুদান নিয়ে ভোটাভুটির সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভ ইউক্রেনকে সহায়তার অনুমোদন দিলে সংঘাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি আরও বাড়বে।