ফুটবলে হেড কি আসলেই জরুরি
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে গতকাল। সামনের দিনগুলোয় শীর্ষ পাঁচ লিগের লড়াইয়ে চোখ থাকবে সবার। আলোচনার কেন্দ্রে থাকবে নান্দনিক গোলগুলোও। যার কিছু নিশ্চিতভাবেই আসবে মাথা অর্থাৎ হেড থেকে। এর মধ্যে পুরোনো সেই প্রশ্ন আবার সামনে এসেছে, হেড দিয়ে করা এসব গোল কতটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ?