লিবিয়া থেকে ২.৫ টন ইউরেনিয়াম উধাও
বিবৃতিতে বলা হয়, ‘পরিদর্শকেরা ওই স্থানে গিয়ে দেখতে পান, ঘনীভূত ইউরেনিয়াম ইউওসি অবস্থায় ১০টি ড্রামে রাখা প্রায় আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়াম ওই স্থানটিতে নেই। যদিও আগে এক ঘোষণায় লিবিয়া জানিয়েছিল, ইউরেনিয়ামগুলো সেখানে রাখা হয়েছে।’