Ajker Patrika

ইউরেনিয়াম দিয়ে হত্যার হুমকি ভয়ংকর মতবাদের প্রকাশ: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউরেনিয়াম দিয়ে হত্যার হুমকি ভয়ংকর মতবাদের প্রকাশ: আ স ম রব

ইউরেনিয়াম দিয়ে হত্যার হুমকি, কারাগার এবং কারাদণ্ড দিয়ে বিরোধী দলের আন্দোলন স্তব্ধ করার মাধ্যমে সরকারের ভয়ংকর মতবাদ প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। 

আজ রোববার উত্তরায় নিজ বাসভবনে জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

রব বলেন, ‘অত্যন্ত চাতুর্যের সঙ্গে আদালত ও আইন ব্যবহার করে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরিতে সংগ্রামরত রাজনীতিবিদদের গায়েবি মামলায় দণ্ডিত করছে। বল প্রয়োগ, শাস্তিমূলক ব্যবস্থা, মানবাধিকার লঙ্ঘন এবং সরকারের ইচ্ছায় রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে কর্ম সম্পাদনে বাধ্য করার কারণে দেশ বড় ধরনের বিপর্যয়ের দিকে এগোচ্ছে।’ 

সভার রাজনৈতিক প্রস্তাবে বলা হয়—অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতার মূল প্রশ্নকে উপেক্ষা করে অবৈধ ক্ষমতা ধরে রাখাকে অগ্রাধিকার দিয়ে জাতীয় রাজনীতিকে চরম সংঘাতমুখী ও বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাজনীতি ও অর্থনীতির দেউলিয়াত্ব অবস্থা থেকে দেশকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে—বর্তমান সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করে গণমুখী রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের উদ্যোগ গ্রহণ করা। 
 
সভায় আরও বক্তব্য রাখেন—দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কেএম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত