চার ইউপিতে ৩২ চেয়ারম্যান প্রার্থী
বাসাইল উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল গত বৃহস্পতিবার। এসব ইউপিতে শুধু চেয়ারম্যান পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের মধ্যে কাঞ্চনপুর ইউপিতে ৮ জন, হাবলায় ৬, ফুলকি ৯ জন ও কাউলজানী ইউপিতে ৯ জন।