কক্ষে থাকেন প্রভাবশালী ঘরের মালিক বারান্দায়
আশ্রয়ণ প্রকল্পের ঘর যিনি বরাদ্দ পেয়েছেন, তিনি রাত কাটান বারান্দার এক কোণে। আর খাটসহ দামি আসবাবপত্র নিয়ে আরাম-আয়েশে ঘরে বসবাস করছে প্রভাবশালী এক পরিবার। এমন চিত্র পাওয়া গেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে।