আশ্রয়ণে ঘর সংস্কার নেই বাসিন্দাদের দুর্ভোগ
২০ বছর আগে দশমিনার আরজবেগী আশ্রয়ণ প্রকল্প ও পূর্ব আলীপুর আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছিল ৩২০ পরিবার। কথা ছিল, তাঁদের স্বাবলম্বী করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু তা হয়নি এত দিনেও। অপরদিকে দীর্ঘদিন ঘরগুলো সংস্কার না করায় টিনের চাল, দরজা, জানালা বেহাল। শীত, বর্ষা সব ঋতুতেই কষ্ট করছেন এখানকার বাসিন্