Ajker Patrika

আশ্রয়ণে ঘর সংস্কার নেই বাসিন্দাদের দুর্ভোগ

মো. বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী)
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬: ৪৩
আশ্রয়ণে ঘর সংস্কার নেই বাসিন্দাদের দুর্ভোগ

২০ বছর আগে দশমিনার আরজবেগী আশ্রয়ণ প্রকল্প ও পূর্ব আলীপুর আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছিল ৩২০ পরিবার। কথা ছিল, তাঁদের স্বাবলম্বী করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু তা হয়নি এত দিনেও। অপরদিকে দীর্ঘদিন ঘরগুলো সংস্কার না করায় টিনের চাল, দরজা, জানালা বেহাল। শীত, বর্ষা সব ঋতুতেই কষ্ট করছেন এখানকার বাসিন্দারা।

আশ্রয়ণ প্রকল্পদুটি ঘুরে দেখা যায়, একটু বৃষ্টি হলেই অনেক ঘরে পানি পড়ে মেঝে ভেসে যায়। শীতের কনকনে হাওয়া ঢুকে যায় ভাঙা টিনের চাল আর জানালার ফাঁক গলে।

আরজবেগী আশ্রয়ণ প্রকল্পের সমবায় সমিতির সাধারণ সম্পাদক নজির হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, ফণিসহ প্রাকৃতিক নানা দুর্যোগে আমাদের এমন ঘরেই বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়।’

আরজবেগী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. ফারুখ বলেন, এখানকার পরিবারগুলোকে মাত্র দুটি টিউবওয়েলের ওপর নির্ভর করতে হয়। প্রতি বছর শিশু ও বৃদ্ধরা পানি বাহিত রোগে আক্রান্ত হন।

পূর্ব আলীপুর আশ্রয়ণ প্রকল্পে সমবায় সমিতির সাধারণ সম্পাদক দিন মজুর বাবুল হোসেন মৃধা বলেন, ‘‘ঘরগুলো মেরামতের জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হলেও আজও কেউ মেরামতে এগিয়ে আসেননি।’

জানা যায়, দশমিনায় আরও কয়েকটি আশ্রয়ণ প্রকল্প আছে। তবে সেগুলোতে থাকা পরিবারের সংখ্যা কম। ওই আশ্রয়ণ প্রকল্পগুলোও বেহাল।

দশমিনা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেন, ‘আরোজবেগী আশ্রয়ণের লোকজন বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন সময় পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এবং ঘরের টিনের চালা পরিবর্তন হওয়া দরকার। উপজেলার মাসিক মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করেছি। উপজেলা প্রশাসন কিছুদিনের মধ্যে সমস্যার সমাধানে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল হোসেন বলেন, ‘বর্তমানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় আশ্রয়ণের ঘর এ মুহূর্তে মেরামত করা সম্ভব হচ্ছে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কাইযুম বলেন, ‘আশ্রয়ণ ও আবাসন প্রকল্পের ঘরগুলোর প্রায় অর্ধেক পরিবার অন্যত্র চলে গেছেন। বর্তমানে যে পরিবারগুলো বসবাস করছে তাঁদের ঘরের ছবিসহ সব তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আশ্রয়ণের ঘরগুলো সেমিপাকা করে দেওয়ার সরকারের পরিকল্পনা আছে, বরাদ্দ পেলে ঘরগুলো সংস্কার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত