আলিয়ার সুসময়
কাগজ-কলমের হিসাবে ২০২২ সালের মতো বছর আর আসেনি আলিয়া ভাটের জীবনে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর বলা যায় এটা। বিয়ে, সন্তান, প্রথমবার হলিউডে অভিনয়, প্রযোজিত প্রথম সিনেমার মুক্তি, স্বামী রণবীর কাপুরের সঙ্গে জুটি হয়ে প্রথমবার সিনেমায়—এত কিছুই ঘটছে এই বছরে।