Ajker Patrika

বলিউডের হাল ফেরাবে ‘ব্রহ্মাস্ত্র’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ৩৬
বলিউডের হাল ফেরাবে ‘ব্রহ্মাস্ত্র’

রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র—পার্ট ওয়ান: শিবা’ নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছে বলিউড। গত কয়েক মাসে মুখ থুবড়ে পড়া বক্স অফিসে সিনেমাটি নতুন জোয়ার আনবে, আশা সবার। গত শনিবার থেকে শুরু হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’র অগ্রীম টিকিট বিক্রি।

জানা গেছে, প্রথম দিনেই ভারতের বিভিন্ন মাল্টিপ্লেক্সে ১১ হাজার ৫৫৮টি টিকিট বুক করা হয়েছে। পরদিন রোববার টিকিট বুকিংয়ের সংখ্যা বেড়েছে পঞ্চাশ হাজারে। সবাই তাই তাকিয়ে ৯ সেপ্টেম্বরের দিকে। ওইদিনই মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’।

বক্স অফিসে ইতিবাচক ফলাফল আনার জন্য ‘ব্রহ্মাস্ত্র’ এবার পাশে পেল দিল্লি হাইকোর্টকে। সম্প্রতি সিনেমাটির পাইরেসি আটকাতে কড়া নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার অন্যতম প্রযোজক স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড পাইরেসি আটকাতে দিল্লি হাইকোর্টে একটি মামলা করে।

সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি জ্যোতি সিংহ নির্দেশ দিলেন যে, সিনেমাটি বেআইনিভাবে কোনো ওয়েবসাইটে আপলোড করা যাবে না। বিচারপতির মতে, একটি সিনেমা তৈরি এবং তাঁর প্রচারে বহু অর্থ খরচ করেন প্রযোজক। সেই সিনেমা লাভের মুখ না দেখলে বিপাকে পড়েন তাঁরা। আদালতের এমন রায়ে খুশি ‘ব্রহ্মাস্ত্র’ টিম।

দেখুন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার গান:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত