শনি ও রোববার বৃষ্টি কমবে, বুধবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হবে
বঙ্গোপসাগরে লঘুচাপ ও দেশে মৌসুমি বায়ুপ্রবাহ সক্রিয় থাকায় চট্টগ্রাম অঞ্চলে ১৯ আগস্ট থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি অঞ্চল প্লাবিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চট্টগ্রাম অঞ্চলে আগামীকাল শনি ও রোববার বৃষ্টিপাত কিছুটা কমে আসবে।