Ajker Patrika

আকাশ পরিষ্কার, তাপমাত্রা থাকবে সহনীয়

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১০: ২৯
আবহাওয়া অধিপ্তরের কার্যালয়, আগারগাঁও। ছবি: সংগৃহীত
আবহাওয়া অধিপ্তরের কার্যালয়, আগারগাঁও। ছবি: সংগৃহীত

আগামী পাঁচ দিন সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালেও, আজ শনিবার ঢাকা ও আশপাশের আকাশ পরিষ্কার থাকবে এবং প্রবহমান বাতাস থাকায় তাপমাত্রাও সহনীয় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ থাকবে পরিষ্কার। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ ছাড়া আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৭৯ শতাংশ।

এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় উল্লেখিত এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত