কুমিরের সঙ্গে মিলেমিশে বাস করে যে গ্রামের মানুষ
প্রাণীজগতে কুমিরের পরিচয় দুর্ধর্ষ শিকারি হিসেবে। স্বাভাবিকভাবেই যেসব নদী, লেক কিংবা পুকুরে কুমির থাকে, মানুষ সেগুলো এড়িয়ে চলে। তবে বুরকিনা ফাসোর ছোট্ট এক গ্রামে মানুষ আর কুমিরে দারুণ সসম্পর্ক। এমনকি সেখানে গিয়ে কোনো গ্রামবাসীকে বিশালাকার এই সরীসৃপদের কোনো একটির পিঠে চড়ে বসে থাকতে দেখে চমকে উঠতে পারে