ভারতকে নিয়ে ডুবল আফগানিস্তান, সেমিতে নিউজিল্যান্ড
আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের ফলের ওপর নির্ভর করেছিল ভারতের সেমিফাইনালের স্বপ্ন। এই ম্যাচে শত কোটি ভারতীয় সমর্থক মনেপ্রাণে। আফগানদের জয় চেয়েছিল। বড় ব্যবধানে জিততে পারলে সেমির সম্ভাবনা টিকে থাকত আফগানদেরও। তবে এর কোনোটিই হয়নি, নিউজিল্যান্ডের কাছে আফগানরা ৮ উইকেটে হেরে ভারতকে সঙ্গে নিয়েই ডুবল।