নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া-না যাওয়া নিয়ে বোর্ডের সঙ্গে সাকিব আল হাসানের যেন বনিবনা হচ্ছেই না। প্রথমে আইপিএলের কারণে এই সফরে টেস্টে খেলতে চাননি তিনি। তবে আফগানিস্তান সিরিজ চলাকালীন নাজমুল হাসান পাপন জানান, সাকিবের দক্ষিণ আফ্রিকা সফরের না যাওয়ার কারণ দেখেন না তিনি।
এরপর ওয়ানডে আর টেস্ট দুই সংস্করণের দলেই রাখা হয় সাকিবকে। তবে গতকাল অবশ্য ভিন্ন কথাই জানান এই বাংলাদেশ অলরাউন্ডার। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য মানসিকভাবে ভালো অবস্থায় নেই তিনি। খেলাটা উপভোগ করছেন না বলেও জানান সাকিব। সম্ভব হলে দক্ষিণ আফ্রিকা সফরে যেকোনো একটা সংস্করণে খেলতে চান তিনি।
সাকিবের কথা অবশ্য একদমই ভালোভাবে নেননি বিসিবি সভাপতি পাপন। আজ সংবাদমাধ্যমকে অনেক ক্ষোভের স্বরে বিসিবি সভাপতি বলেছেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে সে আইপিএল খেলত কীভাবে? যদি ওকে আইপিএলে নিত, তাহলে কী সে বলত আমি মানসিকভাবে বিপর্যস্ত?’
খেলা-না খেলার বিষয়ে কাউকে চাপাচাপি করতে রাজি নন পাপন। তবে না খেলার ব্যাপারগুলো যাতে আগেই জানিয়ে দেওয়া হয়, সেই চাওয়া বিসিবি সভাপতির, ‘আমি চাই সবাই খেলুক। আমাদের যারা সিনিয়র, সবাই খেলুক। খেলার সিদ্ধান্ত তাদের। কেউ না খেললে জোর করছি না। কিন্তু আগেই জানিয়ে দাও, যাতে আমরা পরিকল্পনা করতে পারি। সবাই অভিযোগ করছে। টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক, কোচ অভিযোগ করছে।’
সাকিবকে মানসিকভাবে ঠিক নেই জানিয়ে পাপন আরও বলেছেন, ‘ও (সাকিব) যে মানসিক–শারীরিকভাবে ঠিক না থেকে আফগানিস্তানের সঙ্গে খেলল, সেটা তো গতকাল জানলাম। আমরা কেউ বুঝতেই পারিনি। এগুলো আগে বলে ফেললে সমস্যা কোথায়? আমার ধারণা, সাকিবভাবে মানসিক ভালো অবস্থায় নেই। তাকে দুই দিন ভাবতে দেওয়া হয়েছে, দেখা যাক এরপর সে কী বলে।’
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া-না যাওয়া নিয়ে বোর্ডের সঙ্গে সাকিব আল হাসানের যেন বনিবনা হচ্ছেই না। প্রথমে আইপিএলের কারণে এই সফরে টেস্টে খেলতে চাননি তিনি। তবে আফগানিস্তান সিরিজ চলাকালীন নাজমুল হাসান পাপন জানান, সাকিবের দক্ষিণ আফ্রিকা সফরের না যাওয়ার কারণ দেখেন না তিনি।
এরপর ওয়ানডে আর টেস্ট দুই সংস্করণের দলেই রাখা হয় সাকিবকে। তবে গতকাল অবশ্য ভিন্ন কথাই জানান এই বাংলাদেশ অলরাউন্ডার। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য মানসিকভাবে ভালো অবস্থায় নেই তিনি। খেলাটা উপভোগ করছেন না বলেও জানান সাকিব। সম্ভব হলে দক্ষিণ আফ্রিকা সফরে যেকোনো একটা সংস্করণে খেলতে চান তিনি।
সাকিবের কথা অবশ্য একদমই ভালোভাবে নেননি বিসিবি সভাপতি পাপন। আজ সংবাদমাধ্যমকে অনেক ক্ষোভের স্বরে বিসিবি সভাপতি বলেছেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে সে আইপিএল খেলত কীভাবে? যদি ওকে আইপিএলে নিত, তাহলে কী সে বলত আমি মানসিকভাবে বিপর্যস্ত?’
খেলা-না খেলার বিষয়ে কাউকে চাপাচাপি করতে রাজি নন পাপন। তবে না খেলার ব্যাপারগুলো যাতে আগেই জানিয়ে দেওয়া হয়, সেই চাওয়া বিসিবি সভাপতির, ‘আমি চাই সবাই খেলুক। আমাদের যারা সিনিয়র, সবাই খেলুক। খেলার সিদ্ধান্ত তাদের। কেউ না খেললে জোর করছি না। কিন্তু আগেই জানিয়ে দাও, যাতে আমরা পরিকল্পনা করতে পারি। সবাই অভিযোগ করছে। টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক, কোচ অভিযোগ করছে।’
সাকিবকে মানসিকভাবে ঠিক নেই জানিয়ে পাপন আরও বলেছেন, ‘ও (সাকিব) যে মানসিক–শারীরিকভাবে ঠিক না থেকে আফগানিস্তানের সঙ্গে খেলল, সেটা তো গতকাল জানলাম। আমরা কেউ বুঝতেই পারিনি। এগুলো আগে বলে ফেললে সমস্যা কোথায়? আমার ধারণা, সাকিবভাবে মানসিক ভালো অবস্থায় নেই। তাকে দুই দিন ভাবতে দেওয়া হয়েছে, দেখা যাক এরপর সে কী বলে।’
মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার-প্লেতে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৪ উইকেটে ৪১ রান পাকিস্তানের। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
৩৭ মিনিট আগেশূন্যে কয়েন ছুড়লেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। সফরকারী দল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ‘কল’ দিলেন। এবার ভাগ্য লিটনের পক্ষে কথা বলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টসে জিতেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টানা ৯ ম্যাচে টস হারের পর অবশেষে এবার জিতলেন লিটন। দলের একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলেছিলেন তিনি। সিরিজ জয়ের পরের দুই ম্যাচে ছিলেন না একাদশে।
২ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে পরশু শুবমান গিলের নেতৃত্বে ভারত নামবে সমতায় ফেরাতে। সিরিজের চতুর্থ টেস্ট যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভারত বেশ দুশ্চিন্তায় পড়েছে।
২ ঘণ্টা আগে