Ajker Patrika

প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আইপিএলে নেতৃত্ব দিলেন রশিদ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২: ২৮
Thumbnail image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতরাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুজরাটের অধিনায়কত্ব করেছেন রশিদ খান। ম্যাচটি রশিদের কাছে স্মরণীয় হয়ে থাকার জন্য এই একটি কারণই যথেষ্ট। কারণ আইপিএলের ইতিহাসে রশিদই প্রথম আফগান ক্রিকেটার যিনি অধিনায়কত্ব করলেন। একইসঙ্গে  দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে কোনো  দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও গড়লেন সময়ের অন্যতম সেরা এই লেগ স্পিনার।

গুজরাট টাইটানসের  নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে  দলকে নেতৃত্ব দেন রশিদ খান। শুধু নেতৃত্বই দেননি,  ব্যাট- বলে ঝলক দেখিয়ে দলকে জিতিয়েছেন। ম্যাচ শেষে রশিদের অকপট স্বীকারোক্তি, ‘দলকে নেতৃত্ব দেওয়াটা একটা স্বপ্ন। সবমিলিয়ে এই জয়টা সেই স্বপ্নকেই অবিস্মরণীয় করে রাখল। (মিলার যখন ব্যাট করতে নামে) সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটাকে যতটা সম্ভব এগিয়ে নেওয়া যায় । আমরা জানতাম ৭ ওভারে ৯০ রান আমরা করতে পারব। ডেভিডকে বলেছিলাম বল তোমার জোনে থাকলেই ব্যাট চালাও।’

অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন মিলার। ৫১ বলে ৯৪ দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। মিলার ম্যাচসেরা হলেও দলের জয়ে রশিদের অবদানও কম নয়। রশিদ ৪ ওভার বোলিং করে উইকেট না পেলেও দিয়েছেন ২৯ রান। আর ব্যাটিংয়ে ২১ বলে ৪০ রান করে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আগের কয়েকটা ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া রশিদ সুযোগ পেয়েই সেটি কাজে লাগিয়েছেন,  ‘আমি প্রথম পাঁচটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাইনি। নিজেকে আমি একজন অলরাউন্ডার হিসেবেই মনে করি এবং সেই দায়িত্বটাও পালন করতে চাই।’

একজন ব্যাটার কম খেলানো প্রসঙ্গে রশিদের ব্যাখ্যা,‘আমরা একজন ব্যাটার কম নিয়ে খেলেছি। তবে ছয়-সাতে নামা ব্যাটাররা দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করতে পারে। আমি নিজের ব্যাটিং দক্ষতার ওপর ভরসা রেখেছিলাম। মিলারের সঙ্গে আলোচনাও করি। মাথা ঠান্ডা রেখে নিজের জায়গায় বল পেলেই চালিয়ে খেলার চেষ্টা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত