ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নড়বড়ে শুরুর পর বাংলাদেশকে পথ দেখান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই ব্যাটারের ব্যাটে চড়ে মাঝারি লক্ষ্যের আভাস পাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ফজলহক ফারুকির এক ওভারেই বদলে যায় ম্যাচের চিত্র। এই জুটির বিদায়ে আর কেউই তেমন কিছু করতে পারেনি। বলের সমান রানও করতে পারি বাংলাদেশের ব্যাটাররা।
আজ শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান তোলেন মুশফিক। আফগানদের হয়ে তিন উইকেট নেন ফজলহক ফারুকি।
উদ্বোধনী জুটির শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বল থেকে বেশ অস্বস্তিতে ভুগছিলেন ওপেনার মুনিম শাহরিয়ার। দ্বিতীয় ওভারেই মোহাম্মদ নবীর শিকার হন তিনি। ১০ বলে ৪ রান করে শারাফুউদ্দিনের ক্যাচবন্দি হন এই ব্যাটার।
তিনে এসে ছক্কা মেরে ঝড়ের আভাস দিলেও বেশিক্ষণ স্থায়ী হননি লিটন দাস। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো এই ব্যাটার ফেরেন ব্যক্তিগত ১৩ রানে। আগের ম্যাচের মতো এবারও ব্যর্থ সাকিব আল হাসান। ১৫ বলে মাত্র ৯ রান করে ফেরেন ওমরজাইর শিকারে। অবশ্য তার আগে রান আউটে ফেরেন ওপেনার নাঈম শেখ (১৯ বলে ১৩)।
পঞ্চম উইকেটের জুটিতে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তাদের ৩৯ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরেন রিয়াদ। ১৪ বলে তিন চারে ২১ রান করেন তিনি। খানিকপরই মুশফিককে ৩০ রানে ফেরান ফজলহক ফারুকি। এই ওভারে মেহেদী হাসানকে শূন্য রানে ফেরান তিনি।
টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারে যে প্রতিরোধ পেয়েছিল বাংলাদেশ। তা ফারুকির এক ওভারেই ধসে যায়। বড় পুঁজি আশা থাকলেও সেটা একদমই বিলিন করে দেন এই পেসার। সাতে এসে ৭ রান করে সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুবও। লোয়ার অর্ডারের ব্যর্থতা বাংলাদেশের সংগ্রহ ১১৫ রান।
নড়বড়ে শুরুর পর বাংলাদেশকে পথ দেখান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই ব্যাটারের ব্যাটে চড়ে মাঝারি লক্ষ্যের আভাস পাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ফজলহক ফারুকির এক ওভারেই বদলে যায় ম্যাচের চিত্র। এই জুটির বিদায়ে আর কেউই তেমন কিছু করতে পারেনি। বলের সমান রানও করতে পারি বাংলাদেশের ব্যাটাররা।
আজ শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান তোলেন মুশফিক। আফগানদের হয়ে তিন উইকেট নেন ফজলহক ফারুকি।
উদ্বোধনী জুটির শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বল থেকে বেশ অস্বস্তিতে ভুগছিলেন ওপেনার মুনিম শাহরিয়ার। দ্বিতীয় ওভারেই মোহাম্মদ নবীর শিকার হন তিনি। ১০ বলে ৪ রান করে শারাফুউদ্দিনের ক্যাচবন্দি হন এই ব্যাটার।
তিনে এসে ছক্কা মেরে ঝড়ের আভাস দিলেও বেশিক্ষণ স্থায়ী হননি লিটন দাস। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো এই ব্যাটার ফেরেন ব্যক্তিগত ১৩ রানে। আগের ম্যাচের মতো এবারও ব্যর্থ সাকিব আল হাসান। ১৫ বলে মাত্র ৯ রান করে ফেরেন ওমরজাইর শিকারে। অবশ্য তার আগে রান আউটে ফেরেন ওপেনার নাঈম শেখ (১৯ বলে ১৩)।
পঞ্চম উইকেটের জুটিতে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তাদের ৩৯ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরেন রিয়াদ। ১৪ বলে তিন চারে ২১ রান করেন তিনি। খানিকপরই মুশফিককে ৩০ রানে ফেরান ফজলহক ফারুকি। এই ওভারে মেহেদী হাসানকে শূন্য রানে ফেরান তিনি।
টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারে যে প্রতিরোধ পেয়েছিল বাংলাদেশ। তা ফারুকির এক ওভারেই ধসে যায়। বড় পুঁজি আশা থাকলেও সেটা একদমই বিলিন করে দেন এই পেসার। সাতে এসে ৭ রান করে সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুবও। লোয়ার অর্ডারের ব্যর্থতা বাংলাদেশের সংগ্রহ ১১৫ রান।
বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
২ ঘণ্টা আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
৩ ঘণ্টা আগে