‘স্বপ্ন ছিল বউ সাজব’, সাত পৃষ্ঠার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা
‘স্বপ্ন ছিল বউ সাজব। জীবনে বিয়ের গোসল পাইনি, এখন দাফনের গোসলটাও পাব না।’ এমন মন্তব্য করে সাত পৃষ্ঠার চিরকুট লিখে আত্মহত্যা করেন জান্নাতুল ফেরদৌসী (১৯) নামে এক তরুণী। এর মধ্যে এক জায়গায় লিখেন, ‘ইশ! মানুষ হিংস্র পশুর চেয়েও ভণ্ড। হে খোদা। তুমি ক্ষমাকারীদের ভালোবাসো, তুমি ক্ষমাশীল।’