দৌলতপুরের রাশেদ হত্যা মামলায় পির সেজে ভক্তের আত্মসমর্পণ
কুষ্টিয়ার দৌলতপুরে তাছেরের দরবারে (এলাকায় প্রচলিত নাম) আলোচিত একটি হত্যা মামলায় আসল আসামির বদলে নকল আসামির আদালতে আত্মসমর্পণের অভিযোগ উঠেছে। বিষয়টি ফাঁস হওয়ায় ফের সমালোচনার মুখে সৈয়দ তাছেরের দরবারের নানা কাণ্ড। ইতিমধ্যে মামলার সাক্ষীরা আদালতে আসামিকে ভুয়া বলে শনাক্ত করেছেন।