আদালত অবমাননার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গত বুধবার মধ্যরাতে তিনি আত্মসমর্পণ করেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে হচ্ছে। গত ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির তথ্য–প্রমাণ দিয়ে তদন্তকারীদের সহযোগিতা না করায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
কারাগার কর্তৃপক্ষ জ্যাকব জুমার আত্মসমর্পণ নিশ্চিত করে জানায়, তার নিজ প্রদেশ কোয়াজুলু এস্টকোর্ট সংশোধনকেন্দ্রে ১৫ মাসের জেল খাটতে শুরু করেছেন জুমা।
করোনা মহামারির মধ্যে গত রোববার আত্মসমর্পণে অস্বীকৃতি জানান জুমা। এরপর গত বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন আদালত। পুলিশের পক্ষ থেকেও সতর্ক করে বলা হয়, জুমা বুধবারের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
বেঁধে দেওয়া সময়ের কয়েক মিনিট আগেই জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, কারাগারের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন জুমা।
জুমার কন্যা দুদু জুমা-সাম্বুদলা একটি টুইট বার্তায় বলেন, (বাবা কারাগারের পথে) যাত্রা করেছেন। তিনি ব্যাপক উজ্জীবিত রয়েছেন।
২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন এবং ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন।
আদালত অবমাননার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গত বুধবার মধ্যরাতে তিনি আত্মসমর্পণ করেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে হচ্ছে। গত ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির তথ্য–প্রমাণ দিয়ে তদন্তকারীদের সহযোগিতা না করায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
কারাগার কর্তৃপক্ষ জ্যাকব জুমার আত্মসমর্পণ নিশ্চিত করে জানায়, তার নিজ প্রদেশ কোয়াজুলু এস্টকোর্ট সংশোধনকেন্দ্রে ১৫ মাসের জেল খাটতে শুরু করেছেন জুমা।
করোনা মহামারির মধ্যে গত রোববার আত্মসমর্পণে অস্বীকৃতি জানান জুমা। এরপর গত বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন আদালত। পুলিশের পক্ষ থেকেও সতর্ক করে বলা হয়, জুমা বুধবারের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
বেঁধে দেওয়া সময়ের কয়েক মিনিট আগেই জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, কারাগারের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন জুমা।
জুমার কন্যা দুদু জুমা-সাম্বুদলা একটি টুইট বার্তায় বলেন, (বাবা কারাগারের পথে) যাত্রা করেছেন। তিনি ব্যাপক উজ্জীবিত রয়েছেন।
২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন এবং ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৫০০-এর বেশি স্থানে তাদের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে, যাতে লাখো মানুষ অংশ নেবে। তাদের দাবি, ট্রাম্পের ‘স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসন’ রুখতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাদের ওয়েবসাইটে লেখা, ‘প্রেসিডেন্ট মনে করেন, তিনিই সর্বেসর্বা।
৩ ঘণ্টা আগেসর্বশেষ সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকটি কেমন ছিল, তা একটি শব্দ দিয়েই বর্ণনা করা যায়। আর তা হলো ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বা জেলেনস্কির ভাষায় ‘তীক্ষ্ণ’ (pointed)। তিনি নিজেই এক্সে এভাবে লিখেছেন। এই শব্দের অর্থ বিশ্লেষণ না করলেও বোঝা যায়, জেলেনস্কি আসলে এর মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন।
৪ ঘণ্টা আগেআফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তান আবারও তাদের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর মাধ্যমে দুই দিনের যুদ্ধবিরতিও ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তালেবান সরকারের।
৭ ঘণ্টা আগেরাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুরের সময় যা ঘটেছিল, তা ছিল ট্রেলার। পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ভারতের ব্রহ্মসের আওতায়।’ প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মধ্যে ছিল একটি কঠোর বার্তা—ভারতের সামরিক প্রতিক্রিয়া কেবল সীমান্তে প্রতিরক্ষামূলক নয়, বরং প্রয়োজনে আক্রমণাত্মক এবং সুনির্দিষ্টও হতে পারে।
৯ ঘণ্টা আগে