রাজশাহী প্রতিনিধি
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজশাহীতে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির তিন নেতা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন।
এই তিন নেতা হলেন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
আদালত তাঁদের জামিন আবেদনের ব্যাপারে কোন আদেশ না দিয়ে শুনানির জন্য আগামী রোববার (২৬) সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওই তিন নেতা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় প্রায় ছয় মাস পলাতক থাকার পর গত ২৫ আগস্ট তাঁরা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন নেন।
এ মামলায় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকেও আসামি করা হয়েছে। তবে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেননি। তাই নিম্ন আদালতেও যাননি। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল হক মিলন জানান, ‘আমরা তিনজন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করি। তবে মূল নথি ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে না যাওয়ায় আদালত শুনানি করেননি। তিনি নথি তলব করেছেন এবং শুনানির জন্য ২৬ সেপ্টেম্বর দিন রেখেছেন। আমরা সেদিন আবারও কোর্টে যাব।’
রাজশাহীতে গত ২ মার্চ বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সরকারবিরোধী বক্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং সরকার উৎখাতের হুমকির অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়।
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজশাহীতে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির তিন নেতা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন।
এই তিন নেতা হলেন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
আদালত তাঁদের জামিন আবেদনের ব্যাপারে কোন আদেশ না দিয়ে শুনানির জন্য আগামী রোববার (২৬) সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওই তিন নেতা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় প্রায় ছয় মাস পলাতক থাকার পর গত ২৫ আগস্ট তাঁরা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন নেন।
এ মামলায় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকেও আসামি করা হয়েছে। তবে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেননি। তাই নিম্ন আদালতেও যাননি। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল হক মিলন জানান, ‘আমরা তিনজন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করি। তবে মূল নথি ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে না যাওয়ায় আদালত শুনানি করেননি। তিনি নথি তলব করেছেন এবং শুনানির জন্য ২৬ সেপ্টেম্বর দিন রেখেছেন। আমরা সেদিন আবারও কোর্টে যাব।’
রাজশাহীতে গত ২ মার্চ বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সরকারবিরোধী বক্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং সরকার উৎখাতের হুমকির অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়।
মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ রোববার দুপরে তাঁদের আদালতে তোলা হবে।
৩৩ মিনিট আগেঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তাঁরা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
১ ঘণ্টা আগেঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শুকুর শিকদার (৩৪) সামাইর গ্রামের গদু সিকদারের ছেলে। তিনি রঙের কাজ করতেন।
১ ঘণ্টা আগে