রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন তিনি। তবে জামিন আবেদনের শুনানি হয়নি। আগামী ১২ ডিসেম্বর জামিন আবেদনের শুনানি হতে পারে।
জানা যায়, গত ২৩ নভেম্বর উচ্চ আদালতের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ সাময়িক বরখাস্ত ওসি সাকিলকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী তিনি আত্মসমর্পণ করেন।
মামলা সূত্রে জানা গেছে, পুঠিয়া থানার ওসির দায়িত্বে থাকাকালে পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের প্রবিধান ২৪৩ ও ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা সুস্পষ্টভাবে লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধমূলক অসদাচরণ করে ২০১৯ সালের ১১ জুন একটি মামলায় ৮ জন আসামির নাম উল্লেখ থাকা সত্ত্বেও কারসাজি করে ওই এজাহার পরিবর্তন করেন। এ ছাড়া ওই মামলার জন্য সাদা কাগজে বাদীর সই নিয়ে সেটি দিয়েই মনগড়া এজাহার তৈরির বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে আসামির নাম, বাসস্থান ও ঠিকানা সংবলিত কলামে ‘অজ্ঞাতনামা’ লিপিবদ্ধ করা হয়। যদিও বাদী আসামিদের নাম-ঠিকানা দিয়েছিলেন। আর হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে এক কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ভয়ভীতি দেখিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করার অভিযোগও আছে।
বিচার বিভাগীয় তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ওসি সাকিলকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন গত বছরের ২৪ জানুয়ারি তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য সাকিলকে নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত।
সাকিলের আইনজীবী আসলাম সরকার বলেন, বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার মূল নথি না থাকার কারণে জামিন শুনানি হয়নি। আদালতের বিচারক মোছা ইসমত আরা আগামী ১২ ডিসেম্বর সাকিল উদ্দিন আহমেদকে আবার হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেদিন জামিন শুনানি হতে পারে। তাই ওই দিন পর্যন্ত সাকিল হাইকোর্টের জামিন সুবিধা ভোগ করবেন।
রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন তিনি। তবে জামিন আবেদনের শুনানি হয়নি। আগামী ১২ ডিসেম্বর জামিন আবেদনের শুনানি হতে পারে।
জানা যায়, গত ২৩ নভেম্বর উচ্চ আদালতের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ সাময়িক বরখাস্ত ওসি সাকিলকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী তিনি আত্মসমর্পণ করেন।
মামলা সূত্রে জানা গেছে, পুঠিয়া থানার ওসির দায়িত্বে থাকাকালে পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের প্রবিধান ২৪৩ ও ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা সুস্পষ্টভাবে লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধমূলক অসদাচরণ করে ২০১৯ সালের ১১ জুন একটি মামলায় ৮ জন আসামির নাম উল্লেখ থাকা সত্ত্বেও কারসাজি করে ওই এজাহার পরিবর্তন করেন। এ ছাড়া ওই মামলার জন্য সাদা কাগজে বাদীর সই নিয়ে সেটি দিয়েই মনগড়া এজাহার তৈরির বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে আসামির নাম, বাসস্থান ও ঠিকানা সংবলিত কলামে ‘অজ্ঞাতনামা’ লিপিবদ্ধ করা হয়। যদিও বাদী আসামিদের নাম-ঠিকানা দিয়েছিলেন। আর হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে এক কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ভয়ভীতি দেখিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করার অভিযোগও আছে।
বিচার বিভাগীয় তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ওসি সাকিলকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন গত বছরের ২৪ জানুয়ারি তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য সাকিলকে নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত।
সাকিলের আইনজীবী আসলাম সরকার বলেন, বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার মূল নথি না থাকার কারণে জামিন শুনানি হয়নি। আদালতের বিচারক মোছা ইসমত আরা আগামী ১২ ডিসেম্বর সাকিল উদ্দিন আহমেদকে আবার হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেদিন জামিন শুনানি হতে পারে। তাই ওই দিন পর্যন্ত সাকিল হাইকোর্টের জামিন সুবিধা ভোগ করবেন।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
১৭ ঘণ্টা আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১০ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫