পবায় আ. লীগ সমর্থকদের বাড়িতে কাফন কাপড়, এলাকায় আতঙ্ক
এবার আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে ব্যাগে ভরে কাফনের টুকরো ও গোলাপজল রেখে গেছে দুর্বৃত্তরা। এর সঙ্গে একটি চিরকুট, তাতে লেখা রয়েছে আ, জ, আ, ম। আর কাফনের টুকরোতে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।