পথে দুর্ভোগ, পণ্যে আগুন
‘দ্যাশোত এমনি ডুবছে, তার ওপর গাড়ি-ঘোড়া বন্ধ। আগে থাকি মরছি ভাত-কাপড়ে, এল্যা মরুছি গাড়ি-ঘোড়ার যন্ত্রণায়। বিএনপির সমাবেশ হোক আর আওয়ামী লীগের সমাবেশ হোক, তাতে হামার কী? হামরা চাই গাড়ি-ঘোড়া চলুক।’ গতকাল শুক্রবার রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন আব্দুর রশিদ। তিনি পরিবহন