আগে থেকেই পরিকল্পনা ছিল ‘তুফান টু’ বানানোর
শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা যে হিট হবে, সেটা আন্দাজ করা গিয়েছিল আগেই। সিনেমাটি মুক্তি পেয়েছে এবার ঈদে। মুক্তির পর ঠিকই এসেছে প্রত্যাশিত সাফল্য। তুফান সিনেমার হল পরিস্থিতি, দর্শক প্রতিক্রিয়াসহ নানা প্রসঙ্গে পরিচালক রায়হান রাফীর সঙ্গে কথা বলেছেন এম এস রানা।