বৃষ্টিস্নাত সন্ধ্যায় শাস্ত্রীয় সুর
দিনভর বৃষ্টি। কালোমুখো আকাশের চেহারায় ছিল না হাসি। সে প্রভাব এতটুকু পড়েনি সংগীতপিপাসুদের মনে। গতকাল বৃহস্পতিবার বেঙ্গল শিল্পালয়ে শাস্ত্রীয় সংগীতের আসরে কোনো আসন ফাঁকা ছিল না। বাইরে বৃষ্টি। ভেতরে চলছে সেতার, সারেঙ্গি, তানপুরা, এসরাজ, তবলার বাদন। তাতে মোহিত হয়ে ওঠেন আগত দর্শক-শ্রোতা। বেঙ্গল পরম্পরা সং