শারিব হাশমির পছন্দের তিন ওয়েব সিরিজ
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন শারিব হাশমি। অভিনয় করেছেন ‘ফিল্মিস্তান’, ‘বিক্রম ভেদা’, ‘মিশন মজনু’, ‘তারলা’, ‘দ্য ডিপ্লোম্যাট’সহ বলিউডের অনেক সিনেমায়। নিজের পছন্দের তিনটি সিরিজের নাম জানালেন শারিব হাশমি, কেন প্রিয়—জানালেন সেটাও।