Ajker Patrika

যুক্তরাষ্ট্রে গিয়ে দূরত্ব ঘুচল বাপ্পী-মাহির

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। ছবি: সংগৃহীত
বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। ছবি: সংগৃহীত

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তাঁরা। এরপর জুটি হয়ে অভিনয় করেন ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবু ভালোবাসি’, ‘কি দারুণ দেখতে’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু সিনেমায়।

জুটি হিসেবেও দর্শকপ্রিয়তা পেয়েছিলেন বাপ্পী ও মাহি। এ জুটি নিয়ে যখন নির্মাতাদের প্রত্যাশা তুঙ্গে, সে সময় কোনো এক অজানা কারণে একে-অপরের সঙ্গে অভিনয় করা বন্ধ করে দেন তাঁরা। এমনকি মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। সবশেষ এই জুটিকে দেখা গেছে শাহানেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায়। এটি ২০১৬ সালে মুক্তি পেলেও তাঁদের দেখা হওয়া বন্ধ হয়েছে তারও বছরখানেক আগে থেকে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়ে দূরত্ব ঘুচল বাপ্পী ও মাহির। সেখানে চিত্রনায়ক কাজী মারুফের বাসায় ১০ বছর পর দেখা হলো নায়ক-নায়িকার। দীর্ঘদিন পর প্রথম সিনেমার সহশিল্পীকে কাছে পেয়ে দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরোনো দিনের স্মৃতিচারণার পাশাপাশি খুনসুটিও করতে দেখা যায় তাঁদের।

প্রায় চার মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন মাহি। আর বাপ্পী সেখানে গেছেন গত মাসে। ৭ অক্টোবর কাজী মারুফের বিবাহবার্ষিকী উপলক্ষে এক হয়েছিলেন যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশের শোবিজের মানুষেরা। সেখানেই দেখা হয় বাপ্পী ও মাহির।

দীর্ঘদিন পর মাহির সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে ফেসবুক লাইভে বাপ্পী বলেন, ‘আমি আর মাহি একসঙ্গে সিনেমায় অভিষেক করেছি। ও আমার খুব ভালো বন্ধু। মাঝে মাঝে ফোনে কথা হলেও দেখা হলো এক দশক পর। ওর সঙ্গে আমার অনেক স্মৃতি। ক্যারিয়ারের শুরুতে আমরা দারুণ সময় কাটিয়েছি। ওকে দেখে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম।’

মাহিয়া মাহি বলেন, ‘অনেক দিন পর আমাদের দেখা হলো। ১০ বছর পর। শুটিংয়ের সময় আমরা এত মজা করতাম! ক্যামেরার সামনে দাঁড়ানোর সময়টুকু ছাড়া আমাদের মধ্যে খুনসুটি লেগেই থাকত। দীর্ঘ একটা সময় ওর সঙ্গে আমার দেখা হয়নি। কথাও তেমনটা হয়নি। এত বছর পর বাপ্পীকে দেখে আগের স্মৃতিগুলো খুব মনে পড়ছে। আমিও খুব আবেগ আপ্লুত হয়ে পড়ছিলাম।’

ফেসবুকে লাইভ চলাকালে একজন জানতে চাইলেন, আবার কবে পর্দায় দেখা যাবে এই জুটিকে। উত্তরে বাপ্পী বলেন, ‘যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আবার একসঙ্গে কাজ করব আমরা।’

লাইভে বাপ্পী ও মাহি দুজনকেই বেশ আন্তরিক মনে হয়। শেষ দিকে ভালোবাসার রঙ সিনেমার ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’ গানটি গেয়ে শোনান বাপ্পী, তাঁর সঙ্গে গলা মেলান মাহি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুরু থেকে শেষ: হংকংয়ের মাটিতে বাংলাদেশের ড্র

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

সখীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভারতে আত্মহত্যা করা পুলিশকে ‘দুর্নীতিবাজ’ বলে তদন্ত কর্মকর্তারও আত্মহত্যা, রেখে গেলেন তিন পাতার ‘সুইসাইড নোট’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত