রাতভর ডাকাত-আতঙ্ক, দিনে রাজনীতির গন্ধ
মধ্যরাতে ঘুম ভেঙে যায় বরিশাল নগরবাসীর। মসজিদে মসজিদে মাইকিং হয় ‘ডাকাত পড়েছে’। গত মঙ্গলবার রাতভর ডাকাত নিয়ে আতঙ্ক থাকলেও বুধবার দিনভর তাতে রাজনীতির গন্ধ ছড়িয়ে পড়ে। বিএনপি দাবি করেছে, ১০ ডিসেম্বর ইস্যুতে ফাঁদ পাততে চেয়েছিল ক্ষমতাসীনেরা। তবে আওয়ামী লীগ জানিয়েছে, এটি বিএনপির বিশৃঙ্খলা সৃষ্টির কৌশল।