বাস দুর্ঘটনায় আহত ১৭ জন হাসপাতালে
মাদারীপুরের রাজৈরের কদমবাড়ি গণেশ পাগলার মেলায় গিয়েছিলেন বরিশালের উজিরপুর, বানারীপাড়ার একদল ভক্ত। রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় টেকের হাট থেকে তারা চড়েন ঢাকা-বরিশালগামী বাস যমুনা লাইনে। ভোর সাড়ে ৫টার খানিক আগে উজিরপুরের বামরাইলে ওই যাত্রীদের নামার কথা ছিল। এ জন্য সিট থেকে উঠে বাসের সামনে অপেক্ষমাণ ছিলে