কমেন্টে @[4:0] লিখলেই কি বোঝা যাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রায় সময়ই একটি তথ্য প্রচার হতে দেখা যায়, যেখানে ফেসবুক কর্তৃপক্ষের বরাতে দাবি করা হয়, ‘ফেসবুকে কোনো পোস্টের কমেন্টে @[4:0] লিখলে সেটি যদি পরিবর্তন হয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নাম প্রদর্শন করে তাহলে বুঝে নিতে হবে উক্ত